বিএনএ ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় আলেম মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল আত্মহত্যা করেছেন। রোববার (২৯ অক্টোবর) পাকিস্তানের মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সোহেল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা তারিক জামিল নিজেই। জানা গেছে, নিহত আসিম নিজ বাসায়
বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
ছেলের মৃত্যুতে শোকাহত মাওলানা তারিক জামিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমার ছেলে তালম্বাতে (পাঞ্জাবের খানেওয়াল) ইন্তেকাল করেছেন। এ শোকাবহ পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।‘
পাকিস্তানের মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সোহেল চৌধুরী জানান, আসিম একজন মানসিক রোগী ছিলেন। বহু বছর ধরে তিনি চিকিৎসা গ্রহণ করেন। তিনি ৩০-বোর পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। তিনি তার গৃহকর্মী ইমরানকে পিস্তল আনতে বলেন। যখনই ইমরান তাকে পিস্তল এনে দেয় তখন সে পিস্তলটি নিজের বুকে ঠেকায়। এ সময় ওই গৃহকর্মী তাকে গুলি চালাতে নিষেধ করে।
উল্লেখ্য, আসিম জামিল নিজের পছন্দ অনুযায়ী এক নারীকে বিয়ে করেন। কিন্তু পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
বিএনএ নিউজ/ ওজি /এইচ এ মুন্নী, এসজিএন