28 C
আবহাওয়া
৭:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বরগুনায় আওয়ামী লীগের সম্মেলনে দুই গ্রুপে সংঘর্ষ

বরগুনায় আওয়ামী লীগের সম্মেলনে দুই গ্রুপে সংঘর্ষ

বরগুনায় আওয়ামী লীগের সম্মেলনে দুই গ্রুপে সংঘর্ষ

বিএনএ ডেস্ক : বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষে  সাং বাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার (৩০ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষ ঘটে।

এদের মধ্যে জিএম মুছা, জিএম হাসান, গাজী রুবেল, গাজী মো. বায়েজিদ, শাহীন, সোহেল রানা, রাকিবুল ইসলাম, আলী হোসেন, জসিম হাওলাদার, তাজুল ইসলাম, মুববি সরোয়ার সোয়াম, মধু মোল্লা, দুলাল পাহলান, ময়জদ্দিনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে জিএম মুছা, সোহেল রানা, বায়েজিতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা যুবলীগ সভাপতি উপজেলা সাধারণ সম্পাদক প্রত্যাশী জিএম ওসমানী হাসানের বক্তব্যের পরপরই উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান ‘আক্রমণাত্মক’ বক্তব্য দেন। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় নেতাদের সামনে প্রতিবাদ করেন আমতলী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছাসহ কয়েকজন নেতা। এ নিয়ে দু’গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার ভাঙচুর ও মারধর শুরু হয়।

মুহুর্তের মধ্যেই মাঠটি রণক্ষেত্রে পরিণত হলে নেতাকর্মীরা ছুটোছুটি করে সম্মেলন স্থল ত্যাগ করেন। তাৎক্ষণিকভাবে এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়।

প্রায় ঘণ্টাব্যাপী দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারধর চলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএ

Loading


শিরোনাম বিএনএ