26 C
আবহাওয়া
১:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে আইস ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬

রাজধানীতে আইস ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬

গ্রেপ্তার

বিএনএ, ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকা থেকে ভয়ংকর মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মমহানগর পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ। এসময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (৩০ অক্টোবর) সকালে অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। এরআগে গতকাল শুক্রবার রাতে মতিঝিল থানার ফকিরাপুল ডিআইটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- হোসাইন মোহাম্মদ বাবু ওরফে বাবুল, এসএম খবির উদ্দিন, ইখতিয়ার চৌধুরী ওরফে শুভ, তোফায়েল ওরফে তোপেল চাকমা, মো. মিজানুর রহমান ও সাদেকুল ইসলাম।

এ প্রসঙ্গে গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী মতিঝিল থানার ফকিরাপুল ডিআইটি রোড এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ভয়ংকর মাদক আইস ও ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ