19 C
আবহাওয়া
১:৪৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে ৩ কিশোরকে কোপাল সন্ত্রাসীরা

বরিশালে ৩ কিশোরকে কোপাল সন্ত্রাসীরা


বিএনএ, বরিশাল : বরিশাল নগরীর বিনোদন কেন্দ্র বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) তিন কিশোরকে কুপিয়েছে সন্ত্রাসীরা। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে পূর্ববিরোধকে কেন্দ্র করে বাংলাবাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয় অনিক, সিয়াম ও রাজা নামে তিন বন্ধু।

আহতদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ত্রাসী গ্রুপটি সুযোগ পেয়ে তিনটি ছেলেকে ইচ্ছেমত কুপিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অস্ত্রধারীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অনিক মৃধার পিতা মান্না সুমন দাবি করেছেন, তার ছেলের বন্ধু সিয়ামের সাথে অলি এবং রাফসানের পূর্বেকার বিরোধ ছিল। সেই বিরোধের জেরে অনিকসহ তার আরও দুই বন্ধুকে একা পেয়ে কুপিয়েছে রাফসানসহ তার সঙ্গীরা।

মান্না সুমন জানান, তার ছেলে এবং সিয়ামকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। এছাড়া রাজাকে বেধড়ক পিটিয়েছে। তাদের তিনজনকেই উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে এদের মধ্যে অনিকের অবস্থা গুরুতর।

কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই আরাফাত রহমান হাসান জানান, বঙ্গবন্ধু উদ্যানে কোপাকুপির খবর পেয়ে পুলিশের টিম পাঠানো হয়েছিল, কিন্তু প্রবল বর্ষণের কারণে সেখানে পৌঁছাতে বিলম্ব হয়। এর আগেই অনিকসহ আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত অলিকে শেবাচিম হাসপাতাল থেকে আটক করে পুলিশের সোপর্দ করেছে আহতদের স্বজনেরা।

কোতোয়ালি থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং মেডিকেল উভয় স্থান পরিদর্শন করেছে। পাশাপাশি ভুক্তভোগীদের স্বজনদের সাথে কথা বলেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, সেই সাথে জড়িতদেরও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ