24 C
আবহাওয়া
২:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

বিএনএ, ঢাকা : রাজধানীর গুলশান নর্দা বাসস্ট্যান্ডে  বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৬৫) নামের এক নারী মারা গেছেন। এখনো তাঁর পরিচয় জানা যায়নি। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জাহিদ হোসেন হৃদয় বলেন, বেলা সাড়ে তিনটার দিকে নর্দা বাসস্ট্যান্ড এলাকার ওভার ব্রিজের নিচ দিয়ে ওই নারী  রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় রাজধানী পরিবহন নামের একটি বাসের ধাক্কায় তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।’ ঘটনার পর বাসসহ চালককে আটক করেছে গুলশান থানা পুলিশ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালের  মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ