25 C
আবহাওয়া
৮:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ১ মৃত্যু, শনাক্ত ৭০৮ (৩০ সেপ্টম্বর)

করোনায় আরও ১ মৃত্যু, শনাক্ত ৭০৮ (৩০ সেপ্টম্বর)

করোনায় মৃত্যু

বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ।

শুক্রবার (৩০ সেপ্টম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা পজিটিভ রিপোর্ট আসে ৭০৮ জনের। শনাক্তদের মধ্যে ৫৪৪ জন ঢাকা বিভাগের, ৩৯ জন ময়মনসিংহ বিভাগের, ৪৮ জন চট্টগ্রাম বিভাগের, ৩২ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ১১ জন খুলনা বিভাগের, ১৩ জন বরিশাল বিভাগের ও ১৯ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৬৩ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ