20 C
আবহাওয়া
৮:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় কিশোর নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় কিশোর নিহত

বাসের ধাক্কায় পরিচ্ছন্ন কর্মী নিহত

বিএনএ, ঢাকাঃ রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিভিল এভিয়েশন নতুন ভবনের সামনে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (১৪) এক কিশোর নিহত হয়েছে।বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে।

বিমানবন্দর থানার  উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম  বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিভিল এভিয়েশন নতুন ভবনের সামনের রাস্তা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি আরও জানান, ওই কিশোরটি ভবঘুরে ছিল। রাতের দিকে রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় জানা যাবে। বাসটি সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ