17 C
আবহাওয়া
৫:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বরিশালে নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার

বিএনএ. বরিশাল: বরিশালের উজিরপুরে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর তলিয়ে যাওয়া নিশাত তাসনিম তানহা (১৬) নামে এক মেধাবী ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে বানারীপাড়া উপজেলার কালিরবাজার নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিশাত উজিরপুর উপজেলার ওটরা‌ ৯নং ওয়ার্ডের মো. নাসিম মোল্লার মেয়ে। সে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে উজিরপুর উপজেলার ওটরা‌ ৯নং ওয়ার্ডের মো. নাসিম মোল্লার মেয়ে নিশাত তাসনিম তানহা (১৬) বাড়ির পাশের ধামুরা সন্ধ্যা নদীর সংযোগ খালে গোসল করতে নেমে তলিয়ে যায়। ঘটনার একদিন পরে নিখোঁজ ছাত্রীর মরদেহ বানারীপাড়া উপজেলার কালিরবাজার এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: রাবিতে শিক্ষার্থী খাদিজার মুক্তির দাবিতে মানববন্ধন

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল, বিএম

Loading


শিরোনাম বিএনএ