21 C
আবহাওয়া
১০:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » এশিয়া কাপে বাদ লিটন, ফিরলেন বিজয়

এশিয়া কাপে বাদ লিটন, ফিরলেন বিজয়

লিটন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে বুধবার (৩০ আগস্ট) বিকেলে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। আসরে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক শ্রীলঙ্কায় খেলতে নামবে টাইগাররা। তবে জ্বরের কারণে বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা এনামুল হক বিজয়।

বুধবার সকালে বিসিবি এক ক্ষুদেবার্তায় লিটন দাস ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দলে বিজয়ের অন্তর্ভুক্তির তথ্য জানিয়েছে।

বিজয়ের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনাজুল আবেদীন বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে সে রানের মাঝে ছিল। তাকে আমরা পর্যবেক্ষণেও রেখেছিলাম। ফলে সে আমাদের বিবেচনায় সব সময় ছিল।’

লিটন না থাকায় বিজয়ের মতো একজনকেই খুঁজছিল বিসিবি। যিনি ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংটাও করতে পারেন। প্রধান নির্বাচক জানিয়েছেন, ‘লিটনের না থাকায় আমাদের একজন টপ অর্ডার ব্যাটার প্রয়োজন ছিল যিনি কিপিংও করতে পারেন। সেজন্যই এনামুলকে নেওয়া।’

এশিয়া কাপে বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ