বিএনএ, বিশ্বডেস্ক : ভোট চাইতে ভোটারদের পা ধরছেন। এমনটাই দেখা গেল রাজস্থানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ছাত্র নেতারা ভোট চাইতে গিয়ে ভোটারের পা জড়িয়ে ধরেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
আনসিন ইন্ডিয়া নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথমে শেয়ার করা হয়। শেয়ার করার পরই তা ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক তরুণীর পা ধরে মাটিতে লম্বা হয়ে শুয়ে ভোট দেবেন কী না জানতে চাইছেন এক তরুণ। ওই তরুণী হেসে বলেছেন, হ্যাঁ, দেব। কিন্তু আগে পা তো ছাড়ুন।
এরপর ক্যামেরা ঘুরে আরেক দিকে ফোকাস করা হয়। সেখানেও হাত জোড় করে মাটিতে শুয়ে এক তরুণকে ভোট চাইতে দেখা যায়। আরেকজন তরুণ ও তরুণীকে হাঁটু গেঁড়ে বসে ভোট চাইতে দেখা গেছে।
অবশ্য ভোট চাওয়ার এ ব্যক্তিক্রমী ভঙ্গি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ বলেছেন, তারা মাটির কাছাকাছি থাকা নেতা। তাই মাটিতে লুটিয়ে পড়েছেন। কেউ আবার বলেছেন, ভোটের জন্য এখন নেতারা ছাত্রদের পায়ে পড়ছে। ভোটের পরে ছাত্র-ছাত্রীদের নেতাদের পায়ে পড়তে হবে।
প্রসঙ্গত, রাজস্থানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলো শুক্রবার ছাত্র ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার আগে ভোটপ্রার্থীদের অভিনব উপায়ে ভোট চাওয়ার ওই ভিডিওই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিএনএনিউজ/এইচ.এম।