24 C
আবহাওয়া
২:৪৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সাভারে ছবি তুলেই ত্রাণের বস্তা কেড়ে নেয়ার অভিযোগ

সাভারে ছবি তুলেই ত্রাণের বস্তা কেড়ে নেয়ার অভিযোগ

সাভারে ছবি তুলেই ত্রাণের বস্তা কেড়ে নেয়ার অভিযোগ

বিএনএ সাভার: সাভারে ঢাকা জেলা প্রতিবন্ধীদের সামনে ত্রাণের বস্তা দিয়ে ছবি তুলে সেটি আবার কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ আগস্ট) সকালে সাভার কলেজ মাঠে দুস্থ ও গরিবদের মাঝে ত্রাণ বিতরণের আয়োজন করে ঢাকা জেলা যুবলীগ। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের সামনে ত্রাণ দিয়ে ছবি তুলে সেই ত্রাণ সেটি কেড়ে নেয়া হয়।

প্রতিবন্ধী জহুরা বেগম ও জয়নাল জানান, ত্রাণের কার্ড পেয়ে ব্যাংক কলোনি থেকে ত্রাণ পাওয়ার আসায় সাভার কলেজ মাঠে আসেন তারা। কার্ড হাতে নিয়ে দুপুরে মাঠের একপাশে দাঁড়িয়েছিলেন। যখন ত্রাণ দেয়া শুরু হলো তখন প্রতিবন্ধীদের সবার সামনে ডাকা হয়। ত্রাণের বস্তা হাতে দিয়ে ছবি তুলে সেগুলো আবার নিয়ে নেয় নেতারা।

তারা আরও জানান, জিএস মিজান তাদেরকে ত্রাণের কার্ড দিয়েছে। কিন্তু ত্রাণ দেয় নাই। ত্রাণের কথা বললে নেতারা জানান ত্রাণ শেষ হয়ে গেছে। সেখানে ১০ জনের মতো প্রতিবন্ধী ছিলেন বলে জানান তারা।

এমন অভিযোগের বিষয়ে ত্রাণ বিতরণের আয়োজক ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজান বলেন, আসলে এগুলো ত্রাণ না উপহার। সেখানে ৪০টি প্যাকেট বেশি দেয়া হয়েছে। কিন্তু কিছু মানুষ কার্ড দিয়ে উপহার নেয়ার পর সেটি আবার আরেকজনকে দিয়েছে।

মানুষ যে কথা বলছে সেই কাজটি তারা কখনও করেননি- দাবি করে তিনি বলেন, যদি কেউ বাকি থাকে তাহলে আবারও দেয়া হবে।

ত্রাণ বিতরণের আয়োজনে উপস্থিত ছিলেন ত্রাণ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এনাম, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহম্মদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহম্মেদ নাসিম, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ও সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন দরনি, সঞ্চালনা করেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজান।

বিএনএনিউজ/নাজমুল,আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ