22 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৪
Bnanews24.com
Home » কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহত ৫৪

কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহত ৫৪


বিএনএ ডেস্ক : ভারতের  কেরালায় ভয়াবহ ভূমিধসে অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আটকা পড়েছেন শতাধিক মানুষ। মঙ্গলবার (৩০ জুলাই) ওয়েনাড় জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মধ্য ওয়েনাড়ের পাহাড়ি গ্রাম মেপ্পাদির কাছে এই ভয়াবহ ভূমিধস ঘটে। তাছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে জেলায় চার ঘণ্টার মধ্যে তিনটি ভূমিধস ঘটেছে। ভারতের দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) পাশাপাশি বিমানবাহিনী এসব এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ভূমিধসের পরপরই সব সরকারি সংস্থা উদ্ধারকাজে নেমেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও আটকে থাকা লোকজনকে দ্রুত বের করে আনার জোর প্রচেষ্টা চলছে। রাজ্যের মন্ত্রীরাও ওই এলাকায় যাচ্ছেন।

এদিকে, কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) পার্টির সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

বিএনএ/ ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ