বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে ১০ কোটি টাকা মূল্যের ৩ লক্ষ ৫৬ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার(৩০ জুলাই) র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেফতার কৃতরা হচ্ছে মোঃ জাহিদ আলম(২৫),মোঃ ফরিদ আলম (২১)। জাহিদ ও ফরিদ টেকনাফ থানার জাদীমুড়া এলাকার সৈয়দ আলমের ছেলে।
র্যাব-৭, জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী খাল এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ জুলাই দিবাগত রাত দেড় টায় র্যাব-৭ উক্তস্থানে অভিযান চালায়। এ সময় মোঃ জাহিদ আলম(২৫), ও ,মোঃ ফরিদ আলম (২১)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ৩ লাখ ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ কোটি ৬৮ লক্ষ টাকা।
বিএনএ/ ওজি