বিএনএ, বিশ্বডেস্ক :ভারতের তেলেঙ্গনায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।সোমবার সকালে তেলেঙ্গনার সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্প এলাকায় অবস্থিত সিগাছি রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন, যার মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর ।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, বিস্ফোরণের ফলে কারখানার তিন তলা ভবন ধসে পড়ে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিড়িওতে দেখা যায়, বিস্ফোরণের পর ঘন কালো ধোঁয়া পুরো এলাকাকে গ্রাস করে। এতে আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় পুলিশ সুপার সাংগারেড্ডি পরিতোষ পঙ্কজ জানিয়েছেন, কী কারণে বিস্ফোরণ ঘটে, তার তদন্ত শুরু হবে উদ্ধারকাজ শেষ হলেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসায়নিক কারখানায় চুল্লি ফেটে এই বিস্ফোরণ ঘটে।
বিএনএ/ ওজি