বিএনএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টায় ‘এ’ ইউনিট প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে চার শিফটে মোট ৭২ হাজার ৫০জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন। কলা, সমাজবিজ্ঞান, চারুকলা, আইন অনুষদ এবং শিক্ষা ও ও গবেষণা ইন্সটিটিউটভুক্ত এই ইউনিটে কোটাবাদে আসন রয়েছে ১৮৭৭টি; ফলে আসন প্রতি লড়ছেন প্রায় ৪০ জন শিক্ষার্থী।
এদিকে, সকালে ভর্তি পরীক্ষা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার গণমাধ্যমকে বলেন, “গতকাল সুষ্ঠুভাবে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। আমরা প্রত্যাশা করছি, আজকের পরীক্ষাটিও যথাযথভাবে সম্পন্ন করা যাবে। এছাড়া, ভর্তি জালিয়াতির বিরুদ্ধে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে, গতকাল সোমবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং আগামীকাল ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের রাবির ভর্তি পরীক্ষা।
এবার প্রত্যেক ইউনিটে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় কোটাবাদে তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি।
বিএনএ/সাকিব,ওজি