বিশ্ব ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের একটি শিয়া মসজিদে আল কায়েদা সমর্থিত গোষ্ঠির ব্রাশফায়ারে ছয়জন
নিহত হয়েছে। খবর আফগান টাইমস, ফাস্ট পোস্ট এর। নিহতদের সকলেই সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়।
মঙ্গলবার(৩০ এপ্রিল) তালেবান সরকারের একজন মুখপাত্র আবদুল মতিন কানী জানান, হেরাত প্রদেশের গুজারা জেলায় সোমবার রাত আনুমানিক নয়টার দিকে (এশার নামাজ চলাকালে) এক বন্দুকধারী ইমাম জামান নামক মসজিদে নামাজরত মুসুল্লিদের লক্ষ্য করে পেছন থেকে গুলি ছোঁড়ে। এতে মসজিদের ইমামসহ ঘটনাস্থলে ছয়জন নিহত হয়। আহত হয় একজন।
ঘটনার জন্য কোন গ্রুপ দায় স্বীকার করে নি। ঘটনার পরপরই ব্রাশফায়ারকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে এপি জানায়, শিয়ারা আফগানিস্তানে সংখ্যালঘু এবং দেশটির পূর্বাঞ্চলে সন্ত্রাসী কাজে লিপ্ত এমন ইসলামিক স্টেট গ্রুপের সহযোগীদের দ্বারা বার বার হামলার শিকার হয়। হেরাত ইরানের সীমান্তবর্তী প্রদেশ। হেরাতে এর আগেও শিয়াদের মসজিদে ছোটবড় অনেক হামলার ঘটনা ঘটেছে। হতাহতের সংখ্যাও কম নয়।
এসজিএন