18 C
আবহাওয়া
১২:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » গুইমারায় আগুনে পুড়ল বসতঘর

গুইমারায় আগুনে পুড়ল বসতঘর

গুইমারায় আগুনে পুড়ল বসতঘর

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার গুইমারার বাজারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে কয়েক পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ আগুন লেগে প্রথমে বেড়ার তৈরি বসতঘর পুড়ে যায় পরে আস্তে আস্তে অন্যসব ঘরে আগুন লাগে। তখন স্থানীয়রা পানি মেরে প্রায় বেশিরভাগ আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস এসে অবশিষ্ট আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনা সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই দুর্ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসময় নূরনবী (মাস্টার), মো. দেলোয়ারের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং শাহজাহান ও জসিম উদ্দিনের ঘর আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা বলে জানান ক্ষতিগ্রস্তরা।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী। পরে গুইমারা উপজেলা পরিষদ চেয়াম্যান মেমং মারমা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহfয়তা প্রদান করেন।

বিএনএনিউজ/আনোয়ার হোসেন,বিএম

Loading


শিরোনাম বিএনএ