23 C
আবহাওয়া
৮:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » অতিরিক্ত ভাড়া নেয়ার কথা স্বীকার করলেন পরিবহন মন্ত্রী

অতিরিক্ত ভাড়া নেয়ার কথা স্বীকার করলেন পরিবহন মন্ত্রী

অতিরিক্ত ভাড়া নেয়ার কথা স্বীকার করলেন পরিবহন মন্ত্রী

বিএনএ, ঢাকা: মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে এমন অভিযোগের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ মিথ্যা নয়, অভিযোগ অস্বীকার করছি না।

শনিবার (৩০ এপ্রিল) সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় মন্ত্রীর পাশে বসে বিআরটিএ ও বাস মালিক প্রতিনিধিরা অভিযোগ অস্বীকার করলেও পরিবহন মন্ত্রী আবারও বলেন, অভিযোগ যখন আসছে, অভিযোগ মিথ্যা একথা বলা ঠিক না। অভিযোগ নিশ্চই চেক করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, কিছু পরিবহনকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে আরও বেশি করে নজর দেয়ার আহ্বান জানান তিনি।

সড়কের অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো দাবি করেন সড়ক ও পরিবহন মন্ত্রী বলেন, এবার মনে হয় ঈদ সবার ভালোভাবে কাটবে। বলেন, গাজীপুরে যেখানে একটা সংকট তৈরি হতো, সেই গাজীপুরেও এবার গাড়ি চলাচল করছে। সারাদেশেই সড়কের অবস্থা ভালো।

মহাখালী বাস টার্মিনালের বাইরে সড়কে গাড়ি পার্ক করে রাখার কারণে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ার বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। উত্তরে ওবায়দুল কাদের বলেন, বাস মালিক পক্ষ আছে, আশাকরি ভবিষ্যতে এ বিশৃঙ্খলা থাকবে না। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে মন্ত্রী নাটোর, রাজশাহীগামী একতা পরিবহন ও রংপুরগামী এনা পরিবহনের কাউন্টার পরিদর্শন করেন। কাউন্টারের কর্মকর্তা ও সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ