বিএনএ,চট্টগ্রাম : সেমিপাকা থেকে নতুন ভবনে স্থানান্তরিত হচ্ছে সদরঘাট থানা। নতুন ভবনে টেবিল-চেয়ারগুলো নিয়ে যাওয়া হচ্ছে। দুয়েকদিনের মধ্যে নতুন ভবনে উঠবেন তারা। বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, পুরানো সেমিপাকা ঘরটাতে জায়গার স্বল্পটা ছিল। ট্রাফিক অফিস চলে যাওয়ার পর সেখানে নতুন করে ভবনটি সাজানো হয়েছে। ধীরে ধীরে আমরা সেখানে স্থানান্তর হচ্ছি।
২০১৩ সালের ৩০ মে কোতোয়ালি থানা ও ডবলমুরিং থানা থেকে কিছু অংশ নিয়ে সদরঘাট থানা গঠন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মধ্যভাগে সদরঘাট থানার অবস্থান। এর পূর্বে বাকলিয়া থানা, উত্তরে কোতোয়ালী থানা, পশ্চিমে ডবলমুরিং থানা এবং দক্ষিণে কর্ণফুলী নদী ও কর্ণফুলী থানা অবস্থিত।
সদরঘাট থানার আওতাধীন প্রশাসনিক এলাকা হল চসিকের ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড ৩১নং আলকরণ ওয়ার্ডের দক্ষিণাংশ ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের দক্ষিণাংশ। সদরঘাট থানার মোট আয়তন ৫ বর্গ কিলোমিটার। প্রতিষ্ঠাকালীন সময় থেকে সদরঘাট থানার আওতাধীন এলাকার জনসংখ্যা ৩ লক্ষ ১০ হাজার।
বিএনএনিউজ২৪.কম/এনএএম
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন