25 C
আবহাওয়া
৫:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ১৩

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ১৩

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ১৩

বিএনএ ডেস্ক : একটি জলাশয়ের বিরোধকে কেন্দ্র করে কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিতর্কিত সীমান্তে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও বহু মানুষ।ঘটনাস্থল থেকে ১০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিবিসি জানায়, বুধবার একটি জলাশয়ে নজরদারি ক্যামেরা বসানো নিয়ে দুই পক্ষের মানুষ একে অপরের দিকে পাথর ছুড়ে মারতে শুরু করলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ১০ জন নিহত এবং ৯০ জন আহত হয়। কিরগিজ পক্ষ থেকে বলা হয়েছে, সংঘর্ষে তাদের ১৩ জন নিহত হয়েছে।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালে স্বাধীনতা লাভ করে কিরগিজস্তান ও তাজিকিস্তান। তখন থেকেই দুই দেশের মধ্য সীমানা নির্ধারণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়ে আসছে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ