21 C
আবহাওয়া
১২:০৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » র‌্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

র‌্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

র‌্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

বিএনএ, ঢাকা: আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে পাকিস্তানকে টপকে এখন ছয় নম্বরে বাংলাদেশ। দুদলেরই পয়েন্ট ৯৩ তবে রেটিং পয়েন্টে পাকিস্তান কিছুটা পিছিয়ে পড়ায় এক ধাপ উপরে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতায় বাংলাদেশের রেটিং পয়েন্ট দাড়ায় ৯৩। পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল সাত নম্বরে। মঙ্গলবার পাকিস্তান ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রানে হারে এতে তাদের রেটিং পয়েন্ট কমে যায়। ফলে ছয় নম্বর অবস্থান থেকে তারা নেমে যায় র‍্যাংকিংয়ে সাত নম্বরে। আর পাকিস্তান রেটিং পয়েন্ট হারানোর ছয় নম্বরে উঠে আসে বাংলাদেশ।

পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তান যদি হোয়াইটওয়াশ হয় তা হলে বাংলাদেশ ষষ্ঠ স্থানে থাকবে। পাকিস্তান সিরিজের শেষ ম্যাচ জিতলে তারা আবারও ষষ্ঠ স্থানে উঠে আসবে।

ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১২১। দুই নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট পিছিয়ে ১১৯। ১১৭ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া। চার নম্বরে থাকা ভারতের পয়েন্ট ১১০। ১০২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকা। তার পরের অবস্থান বাংলাদেশের। এরপর যথাক্রমে থাকা পাকিস্তানের পয়েন্ট ৯৩, শ্রীলঙ্কার ৮১, ওয়েস্ট ইন্ডিজের ৭৭ এবং সবশেষে থাকা আফগানিস্তানের পয়েন্ট ৬৮।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ