27 C
আবহাওয়া
১:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » আইআইইউসি’র ভিসি হিসেবে প্রফেসর আরিফের দায়িত্ব গ্রহণ

আইআইইউসি’র ভিসি হিসেবে প্রফেসর আরিফের দায়িত্ব গ্রহণ

প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভিসি হিসেবে ২৮ মার্চ কার্যভার গ্রহণ

লোহাগাড়া প্রতিনিধিঃ প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভিসি হিসেবে ২৮ মার্চ কার্যভার গ্রহণ করেছেন। ২৯ মার্চ সকাল ১১ টায় নতুন ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান, চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র নেতৃত্বে বিওটি সদস্যগণ।

সীতাকুন্ড কুমিরাস্থ আইআইইউসি’র ভিসি কার্যালয়ে এই বরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, প্রফেসর ড. মোঃ ফসিউল আলম, প্রফেসর ড. মোঃ সালেহ জহুর, প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, ট্রেজারার ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রর পরিচালক অধ্যাপক সারোয়ার আলম, সেন্টার ফর রিচার্স এন্ড পাবলিকেশন এর পরিচালক ড. আখতারুজ্জামান খানসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগের চেয়ারম্যান ও সিনিয়র শিক্ষক এবং কর্মকর্তাগণ।

উল্লেখ্য, প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর আনোয়ারুল আজিম ইতিপূর্বে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সফল ভিসি হিসেবে সর্বমহলে সুনাম অর্জন করেন।

বিএনএনিউজ২৪/ রায়হান সিকদার,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ