22 C
আবহাওয়া
১০:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে ট্রেন

অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে ট্রেন

অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে ট্রেন

বিএনএ ঢাকা: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এখন থেকে সব ট্রেনে এক আসন ফাঁকা রেখে যাত্রী বসবে।অর্ধেক আসন ফাঁকা রেখে  সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে। প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে। কাউন্টার ও অনলাইনে টিকিট পাওয়া যাবে ।  সোমবার (২৯ মার্চ) রাতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীসংবাদ মাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করবে ।ট্রেনে জীবানুনাশক স্প্রে করা হবে। যাত্রীদের জন্য থাকবে হ্যান্ড স্যানিটাইজার। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হবে না। পাশাপাশি যাত্রার আগে শরীরের তাপমাত্রা মাপা হবে অতিরিক্ত তাপমাত্রার কোন ব্যক্তিকে যাত্রা করতে দেয়া হবে না।প্রতিটি স্টেশনে চার স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ