30 C
আবহাওয়া
৯:২৮ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » দরপতনে শীর্ষে ডাচ-বাংলা ব্যাংক

দরপতনে শীর্ষে ডাচ-বাংলা ব্যাংক


বিএনএ ডেস্ক:ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৯ মার্চ) সবচেয়ে বেশি দরপতন হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের। কোম্পানিটি দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৯৭ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে। এ কোম্পানির মোট ১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে রিপাবলিক ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দরপতনের তালিকায় তৃতীয় স্থানে আছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩.৭৩ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দরপতনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে—নিটল ইন্স্যুরেন্স, হা-ওয়েল টেক্সটাইল, শ্যামপুর সুগার, আমান কটন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, অরামিট লিমিটেড এবং ওয়ান ব্যাংক লিমিটেড।

Loading


শিরোনাম বিএনএ
মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ ভারতের উত্তরাখণ্ডে ১৭০ মাদ্রাসা বন্ধে আলেম সমাজের নিন্দা বির্জাখাল খনন নিয়ে মেয়রের সঙ্গে নগর জামায়াতের আমির বৈঠক