31 C
আবহাওয়া
৭:২১ অপরাহ্ণ - আগস্ট ৬, ২০২৫
Bnanews24.com
Home » কাশিমপুর কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

কাশিমপুর কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢামেকে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

বিএনএ, ঢাকা : গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢামেক হাসপাতালে মোহাম্মদ মহসিন খান(৬০) নামের এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি জঙ্গি মামলার আসামি ছিলেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কারা হাসপাতালে নেওয়া হয় । চিকিৎসকের পরামর্শে   পরে তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মোহাম্মদ মোস্তফা জানান, কাশিমপুর কারাগারে সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে কারা হাসপাতাল নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মৃত রহমত আলীর ছেলে। নিহত ব্যক্তি সিলেট জেলার জঙ্গি মামলার আসামি ছিলেন।তার কয়েদি নম্বর ১৮৮৫/এ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য  হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে । তিনি আরও জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন  করা হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ