32 C
আবহাওয়া
৬:২৫ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

ফরহাদ হোসেনে

মেহেরপুর : মেহেরপুরের আলোচিত জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা মামলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার মামলায় আসামি,  সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম শারমিন নাহার এ আদেশ দেন। রিমান্ডের এই সময়কালে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন তিনি।

আদালতে হাজির ও রিমান্ড মঞ্জুর

সকালে মেহেরপুর জেলা কারাগার থেকে সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তা জেলগেটে সম্পন্ন করার নির্দেশ দেন।

আটক ও স্থানান্তর প্রক্রিয়া

এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) রাতে ফরহাদ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে মেহেরপুর জেলা কারাগারে নেয়া হয়। এ কারণে শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে কারাগারের আশপাশে ও আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ফরহাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফরহাদ হোসেন। পরে গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র‌্যাব তাকে আটক করে। তার বিরুদ্ধে ঢাকাসহ মেহেরপুরের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ফরহাদ হোসেনের বিরুদ্ধে চলমান মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন ছিল। রিমান্ড শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ