17 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বেনাপোলে ডলারসহ নারী যাত্রী আটক

বেনাপোলে ডলারসহ নারী যাত্রী আটক


বিএনএ, যশোর: বেনাপোল কাস্টম ইমিগ্রেশনে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নাসরিন আক্তার নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে ৭৬ হাজার ৪ শত ইউএস ডলারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার সময় তাকে গ্রেফতার করা হয়।

আটক নাসরিন আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের হাসমত আলীর স্ত্রী।

বেনাপোল চেকপোষ্ট শুল্ক গোয়েন্দা সদস্য আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসে অবস্থান করে। এ সময় কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যদের তল্লাশি কেন্দ্রের সামনে পৌঁছালে তাকে আটক করা হয়। তার সাথে থাকা ব্যাগ থেকে বান্ডিলকৃত ৭৬ হাজার ৪ শত ইউএস উদ্ধার করা হয়। তার পাসপোর্ট নং-এ১১৩২২২২০

জব্দকৃত ইউএস ডলারের বাংলাদেশী মূল্য প্রায় ৮৪ লক্ষ টাকা।

আসামি পাসপোর্ট যাত্রী নাসরিন আক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ জব্দকৃত ৭৬ হাজার ৪ শত ইউএস ডলারসহ তাকে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত থানায় আসামী হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/সোহাগ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ