21 C
আবহাওয়া
১২:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে ৬ খামারিদের মধ্যে উপকরণ বিতরণ

কাপ্তাইয়ে ৬ খামারিদের মধ্যে উপকরণ বিতরণ


বিএনএ,রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে ৬ জন সুফলভোগী খামারীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন কাপ্তাই ভেটেরিনারি হাসপাতাল ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তর। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে প্রাণী সম্পদ দপ্তর চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাণি পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও যুতসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় খামারিদের উন্নয়নের জন্য এসব বিতরণ করা হয়েছে।

কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী বলেন, সাইলেজ প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের মাধ্যমে পাহাড়ের উৎপাদিত উন্নত জাতের কাঁচা ঘাসকে (নেপিয়ার, পারা ও জার্মান ইত্যাদি) সংকটের মুহূর্তে কিভাবে ব্যবহার করা যায়, তার জন্য সুফলভোগীদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়।

এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ কে এম ফজলুল হক, কৃষিবিদ এনামুল হক হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন,রেহানা/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ