বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মো. সরোয়ার আলমকে (৪৪) গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব-৭।
এরআগে রোববার রাঙ্গুনিয়া থানার উত্তর ঘাটচেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সরোয়ার আলম উত্তর ঘাটচেক গ্রামের- মৃত বশির আহাম্মদ ওরফে কমান্ডার বশিরের ছেলে।
র্যাব জানিয়েছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়ার ঘাটচেক এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতার সরোয়ার একজন শীর্ষ সন্ত্রাসী, ডাকাত এবং মাদক ব্যবসায়ী। রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলে তার অস্ত্র এবং মাদকের বিশাল সিন্ডিকেট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্রের মুখে মারধর, চাঁদাবাজি এবং ছিনতাই সংক্রান্ত বিভিন্ন অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া এবং চান্দগাঁও থানায় অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টাসহ ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিএনএ/এমএফ/ হাসনা