16 C
আবহাওয়া
৯:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » উপজেলা নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি

উপজেলা নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি


বিএনএ, ঢাকা: দ্বাদশ সংসদ নির্বাচনের পর এখন ৪৮৫টি উপজেলা পরিষদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। গত ১৬ জানুয়ারি ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ধাপে ধাপে এসব নির্বাচন হবে। রোজার আগেই প্রথম ধাপের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন। একই দিন কয়েকটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।

এদিকে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি। দলটির কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার দলটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির এক সভায় উপজেলা নির্বাচনে অংশ নিতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় নির্বাচন-পরবর্তী সময়ে দলের গঠনমূলক এবং সারা দেশে শিগগির জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করার বিষয়সহ দলটির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতারা।
সভায় সভাপতিত্ব করেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী। বক্তব্য দেন নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা ও মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি ৪৫তম রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন লাভ করে তৃণমূল বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির ১৩৫ জন প্রার্থী সোনালি আঁশ প্রতীকে অংশ নেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ