23 C
আবহাওয়া
৮:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে সংঘর্ষ : নিহত ৫২

সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে সংঘর্ষ : নিহত ৫২


বিশ্ব ডেস্ক:  সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চলে সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার(৩০ জানুয়ারি) আল জাজিরা জানায়, আবেই অঞ্চলে মহিলা ও শিশু সহ ৫২ জন মারা গেছে, স্থানীয় কর্মকর্তারা সোমবার জানিয়েছেন। সুদান এবং দক্ষিণ সুদান উভয়ই তাদের যৌথ সীমান্ত বরাবর তেল সমৃদ্ধ অঞ্চলটি দাবি করে আসছে।

আবেইয়ের তথ্যমন্ত্রী বুলিস কোচ জানিয়েছেন যে শনিবার দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যের সশস্ত্র যুবকরা প্রতিবেশী আবেইতে হামলা চালায়।

সীমানা বিরোধ সংক্রান্ত ২০২১ সাল থেকে এই আক্রমণ সবচেয়ে মারাত্মক ঘটনা। হামলায় নিহতদের পাশাপাশি ৬৪ জন আহত হয়েছেন।

সহিংসতায় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী আবেইয়ের (ইউএনআইএসএফএ) একজন ঘানার শান্তিরক্ষী নিহত হয়েছে।

“বর্তমান ভয়ানক নিরাপত্তা পরিস্থিতির কারণে, যা ভয় ও আতঙ্ক তৈরি করেছে, আমরা কারফিউ জারি করেছি,” কোচ বলেছেন।

বিএনএ,এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ