22 C
আবহাওয়া
৩:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মিসরে সামরিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

মিসরে সামরিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র


বিএনএ ডেস্ক :মিসরে মানবাধিকারের উদ্বেগজনক পরিস্থিতির জেরে দেশটিতে ১৩ কোটি ডলারের সামরিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বরাদ্দ বাতিল হওয়া এই অর্থ অন্য প্রকল্পের কাজে খরচ করা হবে। কিন্তু কোন প্রকল্পের কাজে এই অর্থ ব্যয় করা হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহায়তা সংস্থা মিসরে দুই শ’ ৫০ কোটি ডলার অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিলো। তবে অস্ত্র বিক্রির নতুন এই অনুমোদন বাতিল হবে কি না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই নিয়ে কিছু জানানো হয়নি।

২০১১ সালে আরব বসন্তের জেরে মিসরে ৩০ বছর শাসন করা একনায়ক হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হন। ২০১২ সালে দেশটিতে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেন মোহাম্মদ মুরসি।

কিন্তু এক বছর পরেই এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন মিসরীয় সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-সিসি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ