21 C
আবহাওয়া
৮:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীর মেয়র হলেন স্বপন মিয়াজী

ফেনীর মেয়র হলেন স্বপন মিয়াজী

ফেনীর মেয়র হলেন স্বপন মিয়াজী

বিএনএ, ফেনী : ফেনী পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী। শনিবার (৩০ জানুয়ারি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে দেখা যাচ্ছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী নৌকা প্রতীক নিয়ে ৬৯ হাজার ৩০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত প্রার্থী আলাল উদ্দিন আলাল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৯শ ৪৯ ভোট, জাতীয় পার্টি মনোনীত ইয়ামিন হাসান ইমন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২শ১০ ভোট। এছাড়া  এনডিএম মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম তারেক সিংহ প্রতীক নিয়ে পেয়েছেন ৩শ২০ ভোট ও গোলমুর রহমান আজম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২শ ৫১ ভোট ।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ