বিএনএ, ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ দুজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। তারা হলেন কুমিল্লা চৌদ্দগ্রামের মো. কামাল পারভেজ (৪১) ও চট্টগ্রামের লোহাগড়ার মো. ফরিদুল আলম (৫০)।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে তাদের বিমানবন্দরের আগমনী ২ নম্বর টার্মিনালের আউট গেইটের পাশের কার পার্কিং এলাকা থেকে আটক করা হয়।
এএপি সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর টার্মিনালের আউট গেইটের পাশের কার পার্কিংয়ের পশ্চিম পাশে কাঠ বাদাম গাছের নিচে ওই দুজনের গতিবিধি দেখে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করেন এএপির সদস্যরা। জিজ্ঞাসাবাদে তারা সন্দেহজনক কথাবার্তা বলতে থাকেন। পরে তাদের আর্মড পুলিশের অফিসে নিয়ে তল্লাশী করা হয়। কামাল পারভেজের কাছে ছাই ও নেভিব্লু রংয়ের কাধ ব্যাগ পাওয়া যায় সেখানে ৮টি গোল্ডবার পাওয়া যায়। যার ওজন ৯২৮ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৫৬ লাখ টাকা। এছাড়া ২৬৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। যার আনুমানিক বাজারমুল্য ১৪ লাখ টাকা।
সেই সঙ্গে তলালাশিকালে আটক কামালের কাছ থেকে ৩টি নতুন আইফোন ১২ প্রো (১২৮ জিবি), ১টি ব্যবহৃত স্যামস্যাং জে৭ প্রাইম সেট, ১টি ব্যবহৃত নকিয়া ফিচার ফোন, ব্রাক ব্যাংকের চেকের পাতা (চার লাখ ৪৪ হাজার টাকা)। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ৭৩ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, ফরিদুল আলমের কাছ থেকে ৪৬৪ গ্রাম ওজনের ৪টি গোল্ডবার, ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ২ কার্টন ডানহিল সিগারেট, ১টি ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এস৪ সেট, ১টি ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি জে১ সেট, পাওয়ার ব্যাংক, নগদ ৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ৩৮ লাখ ২৪ হাজার ৮০০ টাকা।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে চোরাচালানে সম্পৃক্ত। অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশ থেকে স্বর্ণবার ও অলংকার আনছিলেন। যা অপরাধ। জব্দকৃত গোল্ডবার, স্বর্ণালংকার, মোবাইল কাস্টমস্ কর্তৃপক্ষের গুদামে সংরক্ষনের জন্য হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর থানায় মামলা করে আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/এসকেকে, জেবি