18 C
আবহাওয়া
৫:৪১ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » ২৮ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স

২৮ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স

রিজার্ভ

বিএনএ, ঢাকা:ডিসেম্বরের ২৮ দিনে দেশে বৈধপথে ২৪২ কোটি বা ২ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৯ হাজার ৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৬৫ লাখ ডলার বা এক হাজার ৩৮ কো‌টি টাকা।

রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, ডিসেম্বরের ২৮ দিনে ২৪২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৩ কোটি ডলার বেশি। গত বছরের ডিসেম্বরের প্রথম ২৮ দিনে ১৯৯ কোটি ১০ লাখ ডলার এসেছিল। তথ্য মতে, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এক হাজার ৩৫৫ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ