16 C
আবহাওয়া
২:১৩ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » জয়িতা ফাউন্ডেশনকে নতুন করে সাজাতে হবে-মহিলা বিষয়ক উপদেষ্টা

জয়িতা ফাউন্ডেশনকে নতুন করে সাজাতে হবে-মহিলা বিষয়ক উপদেষ্টা

উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ঢাকা :  মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জয়িতা ফাউন্ডেশনের অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। জয়িতা ফাউন্ডেশনকে নতুন বছরে নতুন করে সাজিয়ে তুলতে হবে।

উপদেষ্টা রবিবার (২৯ ডিসেম্বর) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের ২৪তম সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নারী মুক্তির মহৎ স্বপ্নের নাম জয়িতা। দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের নারী জনগোষ্ঠীর জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নের ধারা গতিশীল করার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পে নারী উদ্যোক্তা সমিতির অনুকূলে ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপদেষ্টা আরো বলেন, জয়িতা ফাউন্ডেশন গত ২০২২-২৩ অর্থবছর হতে বরাদ্দকৃত ৪৯ দশমিক
৯২ কোটি টাকা হতে নারী উদ্যোক্তাদের অনুকূলে ঋণ বিতরণের লক্ষ্যে উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছে এবং জয়িতা ফাউন্ডেশনে রেজিস্ট্রেশনকৃত ব্যক্তি নারী উদ্যোক্তা বা সমিতির নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান সহায়তা করছে।

সভায় জয়িতা টাওয়ার নির্মাণকাজের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করে জয়িতা ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম শুরু করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রওশন আরা বেগম, বিভিন্ন মন্ত্রণালয়ের ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জয়িতা ফাউন্ডেশনের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বিএনএ, এসজিএন/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ