16 C
আবহাওয়া
৭:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » ইজতেমায় মুসল্লীদের উপর হামলার প্রতিবাদে আনোয়ারায় মানববন্ধন

ইজতেমায় মুসল্লীদের উপর হামলার প্রতিবাদে আনোয়ারায় মানববন্ধন

ইজতেমায় মুসল্লীদের উপর হামলার প্রতিবাদে আনোয়ারায় মানববন্ধন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টঙ্গী বিশ্ব ইজতেমায় মুসল্লীদের উপর হামলার প্রতিবাধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলার সদরে “আনোয়ারা উপজেলার সর্বস্তরের ওলামা মাশারেখ ও তৌহিদী জনতা”র ব্যানারে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, হাদিসের ভাষ্য মতে “দ্বীনের মধ্যে ফেৎনা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য”। তাই যারা দ্বীনের মধ্যে উদ্দেশ্যপ্রণীতভাবে ফেৎনা-ফাসাদ সৃষ্টি করে তারা কখনো দ্বীন প্রচারক হতে পারে না। নিজেদের ভাইদের প্রতি তথাকথিত সাদপন্থিদের এমন আচরণের পিছনে নিশ্চয় কোনো অশুভ মদদ রয়েছে। তারা ধর্মের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। এসময় বক্তারা অনতিবিলম্বে সাদপন্থিদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার এবং ইজতেমার মাঠে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এসময় মানববন্ধনে কাজী আকতার হোসেন আনোয়ারী, মুফতি আবুল হোসেন, মাওলানা তৈয়ব হালীম, আব্দুল লতিফ শাহ্, হাবিবুল্লাহ কাসেমী, রেজাউল করিম, আবু হানীফা নোমান, মাওলানা আলমগীর, মাও. এখলাসুর রহমান, মাহমুদুল্লাহ মাহমুদ, ইয়াকুব আব্দুল্লাহ ইসলামাবাদী, মোকাদ্দেস হোসেন ত্বোরাবীসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, তাবলীগের সাথী এবং মুসল্লীরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ