15 C
আবহাওয়া
৯:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » চাটনি ভেবে কীটনাশক খেয়ে হাসপাতালে চার শিশু

চাটনি ভেবে কীটনাশক খেয়ে হাসপাতালে চার শিশু


বিএনএ, যশোর : যশোরের শার্শায় চাটনি ভেবে কীটনাশক খেয়ে চার শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি হওয়া চার শিশু হলো:- শার্শা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী মহিনুজ্জামান রাজনের ভাইপো আজগার আলী (১০), কাজী শহিদুর জামান শিল্পীর মেয়ে কাজী স্নেহা (৮), জাবেরের ছেলে নাসির (৭) ও হামিম হোসেনের ছেলে তামিম ইকবাল (৫)।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিনুজ্জামান রাজন বলেন, শিশুরা চারজন একসাথে খেলতে খেলতে কাজীপাড়া মেইনরোড ধরে যাওয়ার সময় পাশে পড়ে থাকা সিনজেন্টা কোম্পানির কীটনাশকের একটা ছোট প্যাকেট পায়। সেটি চাটনি মনে করে খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে।

তাদের প্রথমে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক বলেন, ২৪ ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ