16 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন স্পিকার

‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন স্পিকার


বিএনএ, ঢাকা : এনআরবিসি ব্যাংক, রাশিয়া বঙ্গবন্ধু পরিষদ ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে  নিয়ে  ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ শীর্ষক স্মারকগ্রন্থ প্রকাশ করেছে।

বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ও রাশিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এম পারভেজ তমালের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড.মসিউর রহমান, কবি আসাদ চৌধুরী,  বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, রাশিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, এনআরবিসি ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান,  এনআআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। এছাড়া গণমাধ্যম ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু  ছিলেন মাটি ও মানুষের নেতা। বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি অধ্যায়ে জড়িত রয়েছে স্বাধীনতা সংগ্রামের অভিলাষ। তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধু  ছিলেন শোষিত, বঞ্চিত, নিপিড়িত মানুষের উচ্চকিত কন্ঠস্বর। যখনই কোন দেশ, জাতি তাদের মুক্তির জন্য লড়াই করবে, বঙ্গবন্ধুর সেখানেই মুক্তির প্রতীক হয়ে থাকবেন। শিরীন শারমিন চৌধুরী  বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি আত্মমর্যাদার পথ তৈরি করে  দিয়েছেন। ‘বঙ্গবন্ধু থেকে  বিশ্ববন্ধু’ সংকলিত  গ্রন্থটি একটি  অনন্য  দলিল  হয়ে  থাকবে বলে তিনি মন্তব্য করেন।

যাঁরা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, আদর্শ, দর্শন কাছ থেকে দেখেছেন তাঁদের লেখা সংরক্ষণের এই  উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে স্পিকার ধন্যবাদ।  নতুন প্রজন্মেকে এই বইটি বঙ্গবন্ধুকে জানা ও বোঝার জন্য সহায়ক  হিসেবে কাজ করবে। ভবিষ্যতে বইটি অন্যান্য ভাষায় অনুবাদ হবে বলে আশা  প্রকাশ করেন ড. শিরীন শারমিন চৌধুরী।

ড. মসিউর রহমান বলেন, বঙ্গবন্ধু ছিলেন মানবতাবাদী বিশ্ব নেতা। তাঁর মানবিক গুণ দিয়ে মানুষকে মুগ্ধ করতেন।  তিনি  মানুষের অর্থনৈতিক মুক্তি ও ন্যায্যতার প্রশ্নে কখনই আপোষ করেননি। স্বাধীনতা পরবর্তীতে  দেশকে পুনর্গঠনে বঙ্গবন্ধুর নানা পরিকল্পনার কথা স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীন দেশের  উন্নয়নে বিভিন্ন  দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের  উপর জোর  দিয়েছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আর্থিক কর্মকান্ডের বাইরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুকে লেখা বইটি সংকলন করায় এনআরবিসি ব্যাংককে ধন্যবাদ জানান। তিনি বলেন,  বঙ্গবন্ধুর  স্বপ্নের  সোনার বাংলার  মহান চিন্তা-চেতনা লেখনির মাধ্যমে ছড়িয়ে  দিতে হবে।

গ্রন্থটির সম্পাদনা পর্ষদের সদস্য কবি আসাদ চৌধুরী  বলেন, লেখার  মাধ্যমে  বঙ্গবন্ধুর জীবনের নানাদিক নতুন প্রজন্মের মাঝে  ছড়িয়ে দেয়ার প্রয়াসেই ‘বঙ্গবন্ধু থেকে  বিশ্ববন্ধু’  বইটি সংকলিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি এস এম পারভেজ তমাল বলেন,‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ বইটিতে জাতির পিতার জীবন, রাজনৈতিক আদর্শ ও দর্শনের পাশাপাশি জাতির জন্য তাঁর দিকনির্দেশনার  নানা  দিক উদ্ভাসিত  হয়েছে। বঙ্গবন্ধু স্বনির্ভর অর্থনীতির স্বপ্ন দেখতেন। তিনি বলেন, প্রান্তিক মানুষের  অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছে এনআরবিসি ব্যাংক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়তে নানামুখী কর্মসূচি বাস্তবায়ণ করা হচ্ছে। মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এনআরবিসি ব্যাংক প্রথাগত ব্যাংকিং কার্যক্রমের বাইরে শিল্প-সাহিত্য, মুক্তিযুদ্ধ  ও ইতিহাস নিয়ে কাজ করছে। এটি সত্যই অনন্য উদাহরণ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ