17 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » রাঙ্গামাটিতে দুপক্ষের গোলাগুলিতে নিহত ২

রাঙ্গামাটিতে দুপক্ষের গোলাগুলিতে নিহত ২

রাঙ্গামাটি

বিএনএ,রাঙামাটি : রাঙামাটিতে পাহাড়ের দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’দলের দু’জন নিহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের দুকিলো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গণতান্ত্রিক ইউপিডিএফের সশস্ত্র সদস্য জানং চাকমা (৩৮) ও জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র এক সদস্য। তবে, তার নাম জানা যায়নি। এ ঘটনায় মো. মনু নামের এক যুবক আহত হয়েছেন।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, পাহাড়ের দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দু’জন নিহত হওয়ার ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ