বিএনএ, স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ১০০ র ক্লাবে ঢুকেছিলেন মহম্মদ শামির। আজ একই মাঠে একই প্রতিপক্ষের বিরুদ্ধে স্পর্শ করলেন দুইশ’র ক্লাব। সোশ্যাল মিডিয়ায় ওয়াসিম জাফর, হর্ষ ভোগলে, মহম্মদ কাইফরা ঢালাও প্রশংসা করেছেন শামির। সুনীল গাভাসকার, আশিস নেহেরা, অজিত আগারকারদের মত ক্রিকেটাররাও শামি বন্দনায় মুখরিত।
সেঞ্চুরিয়নের মাঠে আগুন ঝরালেন মহম্মদ শামি। দক্ষিণ আফ্রিকার পাঁচ উইকেট তুলে নিলেন তিনি একাই। সেই সঙ্গে দুইশ টেস্ট উইকেটের মালিকও হয়ে গেলেন এই পেসার। ৫৫তম টেস্টেই এই মাইলফলক ছুঁলেন শামি। ভারতীয় পেসারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে এই মাইলফলক ছোঁয়ার তালিকায় তিন নম্বরে রয়েছেন তিনি। কপিল দেব নিয়েছিলেন ৫০টি টেস্টে, জাভাগল শ্রীনাথ নিয়েছিলেন ৫৪টি টেস্টে। তাঁদের পরেই রয়েছেন শামি। ১১তম ভারতীয় বোলার হিসাবে ২০০ উইকেট নিলেন তিনি।
শামি পঞ্চম ভারতীয় পেসার যিনি টেস্টে দুশো উইকেট নিয়েছেন। কপিল, শ্রীনাথ ছাড়া ভারতীয় পেসারদের মধ্যে দুশো উইকেট রয়েছে জাহির খান এবং ইশান্ত শর্মার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু থেকেই ছন্দে ছিলেন তিনি। এডেন মার্করাম, কিগান পিটারসনদের বোল্ড করেন শামি। দক্ষিণ আফ্রিকার লোয়ার মিডল অর্ডারের পক্ষে শামিকে সামলানো মুশকিল হচ্ছিল। টেম্বা বাভুমা, উইয়ান জানসেন, কাগিসো রাবাডারা শামির বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস নামিয়ে দেয় শামির উইকেট ।
বিএনএনিউজ২৪.কম/এনএএম