বিএনএ, ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় ৪ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট ৭ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় একজন এবং রাতে আরও ৩ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়। এছাড়া আগের দিন অর্থাৎ সোমবার একজন শনাক্তের তথ্য জানিয়েছিল জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)।
নতুন শনাক্তদের মধ্যে একজনের নমুনার জিনোম সিকোয়েন্স আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) করে বলে জিআইএসএআইডির প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে গত ৯ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুইজনের শরীরে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া যায়। খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বিষয়টি নিশ্চিত করেন।
পরে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন ওই দুই নারী ক্রিকেটার। সেখানে চিকিৎসা শেষে তারা এখন সুস্থ আছেন। উভয়ই দক্ষিণ আফ্রিকার পাশের দেশ জিম্বাবুয়ে সফর শেষে দলের অন্যান্য সদস্যদের সঙ্গে দেশে ফেরেন।
কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ধরা পড়ে। পরে সেটি বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে।এটি করোনার অতি সংক্রামক ভ্যারিয়েন্ট। ফলে এ নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাপী জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
বিএনএ/এমএফ