25 C
আবহাওয়া
৪:৫১ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ডিবি পরিচয় দিয়ে ডাকাতি করতেন দুই এএসআই

ডিবি পরিচয় দিয়ে ডাকাতি করতেন দুই এএসআই

ডিবি পরিচয় দিয়ে ডাকাতি করতেন দুই এএসআই

বিএনএ,ঢাকা: গোয়েন্দা পুলিশ(ডিবি) পরিচয়ে ডাকাতির ঘটনায় পুলিশের দুই এএসআইয়ের সম্পৃক্ততা পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। অভিযুক্তরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার এএসআই মাসুম শেখ এবং গেন্ডারিয়ার আরআরএফ মিলব্যারাকের শহীদ শেখ।

পুলিশের পক্ষ থেকে আদালতে জমা দেয়া এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।ইতোমধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের এই দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সেইসঙ্গে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়েও চলছে।সম্প্রতি একটি ঘটনায় তাদেরকে গ্রেফতারও করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন,মামলার এজাহারে দুই পুলিশ সদস্যদের নাম না থাকলেও ঘটনায় জড়িতদের গ্রেফতারের পর জবানবন্দিতে তাদের নাম উঠে আসে। এই দুজনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে নানাভাবে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ উপার্জন করতো।এমনকি এসব কাজে সরকারি অস্ত্র, গাড়ি ও হ্যান্ডকাফ ব্যবহার করা হতো।তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা নেয়ার লক্ষ্যে প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন তাকে অপরাধী হিসেবেই দেখা হয়।পুলিশ সদস্য হওয়ার কারণে তাদের কিন্তু কোনো রকমের ছাড় দেয়া হয়নি বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ