বিএনএ,ক্রীড়াডেস্ক:নতুন বছর ২০২১ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)’র কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হতে যাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি’র নিষেধাজ্ঞা থাকায় ২০১৯’র অক্টোবর থেকে বিসিবি’র কেন্দ্রীয় চুক্তির বাইরে ছিলেন তিনি।
চলতি বছরের ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হয়।জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততা শুরু হবে তার।ফলে নতুন বছর থেকেই বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে আবার যুক্ত হবেন এই অলরাউন্ডার।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র নির্বাচক হাবিবুল বাশার সুমন।তিনি আরও বলেন, মাশরাফি বিন মর্তুজাকে নতুন চুক্তিতে রাখা হবে কিনা সেই বিষয়ে এখনো বিসিবি কোন সিদ্ধান্ত নেয়নি।এছাড়া জাতীয় দলে নিয়মিত হতে পারলে তাসকিন আহমেদকেও চুক্তিতে রাখা হতে পারে বলে জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি