বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবি সাথে গোলাগুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছে। এ ঘটনায় বিজিবি’র এক সদস্য আহত হয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) দ্বিবাগত মধ্যরাতে উপজেলার সুর্যপুর ডুমলিকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার উমর ফারুক।
তিনি বলেন, সোমবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে একদল চোরাকারবারিকে ধাওয়া দেয় সূর্যপুর বিওপি বিজিবির টহল দল। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে এক বিজিবি সদস্য আহত হন। এ সময় গুলিতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়। তবে, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান বলেন, সোমবার রাতে ভারতীয় চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। এসময় চোরাকারবারিদের বিজিবি’র গুলিতে গুলাগুলি হয়। এতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়েছেন। তবে, নিহতের নাম ঠিকানা এখনো জানা যায়নি। ঘটনাস্থরে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/হামিমুর রহমান/জেবি