23 C
আবহাওয়া
৪:৪৯ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের প্রচন্ড লড়াই, নিহত ২০০

সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের প্রচন্ড লড়াই, নিহত ২০০


বিএনএ বিশ্ব ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীরা সরকারি বাহিনীর কাছ থেকে বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে। এতে  উভয় পক্ষের লড়াইয়ে নিহত হয়েছে  প্রায় ২০০ জন।

স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) থেকে সিরিয়ার আলেপ্পো ও ইদলিব প্রদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামে ওই লড়াই শুরু হয় বলে জানিয়েছে বিবিসি। এখনও সংঘর্ষ চলছে।  বাড়ছে হতাহতের সংখ্যাও।

হামলার প্রথম দিনের শেষে বিদ্রোহীরা পশ্চিম আলেপ্পো গ্রামাঞ্চলে অগ্রসর হয়। তারা সিরিয়ান সেনাবাহিনীর ৪৬তম রেজিমেন্টের ঘাঁটি ও কমপক্ষে আটটি গ্রাম দখল করেছে।বিদ্রোহীরা আলেপ্পো শহরের ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জারবাহের কাছে আলেপ্পো ও রাজধানী দামেস্কের মধ্যে হাইওয়ে কেটে ফেলেছে ও সারাকিবের কাছে আরও দক্ষিণে হাইওয়ের মধ্যে ইন্টারচেঞ্জের নিয়ন্ত্রণ নিয়েছে।

বিদ্রোহীরা টেলিগ্রাম বিবৃতিতে বলেছে, তারা আলেপ্পো শহরের ৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত খান আল-আসাল শহর দখল করেছে এবং সরকার সমর্থক বাহিনীর ২০০ জনেরও বেশি সদস্যকে হত্যা করেছে।

২০১১ সালে সিরিয়ায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ সহিংসভাবে দমন করা শুরু করে সরকার। এরপর শুরু হয় গৃহযুদ্ধ। এতে ৫ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।

২০২০ সালে আসাদের কট্টর মিত্র তুরস্ক ও রাশিয়া ইদলিব পুনরুদ্ধারে সরকারের চাপ থামাতে একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিল। এর ফলে সহিংসতা কিছুটা কমেছিল। তবে বিক্ষিপ্ত সংঘর্ষ, বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ