32 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » শীতে কাঁপছে তেঁতুলিয়া, ১১ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা

শীতে কাঁপছে তেঁতুলিয়া, ১১ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা


বিএনএ ডেস্ক :  হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়। গত কয়েক দিন ধরে  তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করলেও এবার তা নেমেছে ১১ ডিগ্রির ঘরে। শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন গণমাধ্যমকে বলেন, গত কয়েক দিন ধরে আগের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তা কমে আজ রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ