সিউল (দক্ষিণ কোরিয়া) : দক্ষিণ কোরিয়ার সিউলে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের নেগোসিয়েশন শুরুর লক্ষ্যে বাংলাদেশ ও কোরিয়ার EPA Negotiation Launching Ceremony অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ২৮ নভেম্বর) এ অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী Inkyo Cheong আনুষ্ঠানিক এ নেগোসিয়েশন শুরুর এ ঘোষণা দেন।
এছাড়া, EPA সম্পাদনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন কাঠামো সংক্রান্ত সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষর করা হয়েছে।
এসময় বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য উপমন্ত্রী Jongwon Park নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
বিএনএনিউজ২৪, এসজিএন