29 C
আবহাওয়া
১১:৫৫ অপরাহ্ণ - মে ২৫, ২০২৫
Bnanews24.com
Home » টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

বিএনএ ডেস্ক: সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলানগরে সকাল ৮টার দিকে হাসপাতালের নিচতলায় বহির্বিভাগে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী হাসপাতাল ছেড়ে আসার সময় বহির্বিভাগের নার্স, রোগী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি চিকিৎসাবিষয়ক খোঁজখবর নেন ও তাদের সঙ্গে ছবি তোলেন।

এর আগে ২০১৯ সালের ২৯ আগস্টও লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখের ডাক্তার দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতোই সরকার নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নেন তিনি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ