বিএনএ, স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় নিয়ে নক আউট পর্ব নিশ্চিত করলো পর্তুগাল। সোমবার রাতে কাতার বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের ম্যাচে লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারায় রোনালদোর পর্তুগাল।
এই জয়ে ফ্রান্স ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে ক্রিস্তিয়ানো রোনালদোর দল। ৫৪ ও ৯৩ মিনিটের দুই গোলে পর্তুগিজদের হিরো ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ব্রুনো।
খেলার শুরু থেকেই বেশ কিছু আক্রমণ হলেও প্রথম আধাঘন্টায় বলার মতো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোন দল। যদিও বল দখলে রেখে দাপট দেখায় পর্তুগালই।
৩২ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল পেয়ে যেতে পারত উরুগুয়ে। মাঝমাঠ থেকে আচমকা বল নিয়ে তীব্র গতিতে পর্তুগিজ বক্সে ঢুকে পড়েছিলেন রদ্রিগো বেনটেকার। জুভেন্টাস তারকার শট পরে দারুণ দক্ষতায় ঠেকান গোলরক্ষক দিয়াগো কস্তা।
৩৬ মিনিটে আবার সুযোগ তৈরি হয়েছিল উরুগুয়ের। এবার বা দিক থেকে আসা ক্রস পায়ে লাগাতে পারেননি কাভানি, বেনটেকারও পরে বল বাইরে যাওয়ার আগে হালকা স্পর্শ করতে পারেন।
বিরতির আগে গোলের উদ্দেশ্যে পর্তুগাল আটটি ও উরুগুয়ে চারটি শট নেয়, তার মধ্যে কেবল বেন্তানকুরের ওই চেষ্টাই লক্ষ্যে ছিল।
প্রথমার্ধের বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। বাঁ দিক থেকে ক্রস তুলেছিলেন ব্রুনো। হেড করেন রোনালদো। যদিও পরে জানা যায় রোনালদো মাথা আসেলে বলে লাগেনি। ফলে গোলটি যোগ হয় ব্রুনো ফার্নান্দেজের নামে।
গোল খেয়ে তা শোধে মরিয়া চেষ্টা দেখা যায় উরুগুয়ের খেলায়।বদলি হিসেবে সুয়ারেজকে নামিয়ে দেন কোচ। উরুগুয়ের খেলায় আরও ঝাঁজ বাড়ে। একের পর এক আক্রমণ চালায়। যদিও গোলের দেখা পাচ্ছিল না উরুগুয়ে।
উল্টো ম্যাচের ৯০ মিনিটে আবারও গোল খেয়ে বসে উরুগুয়ে। নিজেদের বক্সে বক্সে ট্যাকল করতে গিয়ে হাতে বল লাগে জিমেনেজের। পেনাল্টি থেকে গোল করেন ব্রুনো।
এক হার ও এক ড্র নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে উরুগুয়ে।
বিএনএনিউজ/এইচ.এম।